আজকে আমরা আপনাকে দেখাবো কি কাজ অনলাইন আয় করা যায়।যেসকল স্কিল অর্জন করে আপনি অনলাইনে কাজ করে ইনকাম করতে পারেন।
আমি একজন ফ্রিল্যালিং আলোচক হিসেবে বর্তমানে বেশি প্রচলিত
‘কিছু কাজের নামের তালিকা দিচ্ছি যার মধ্যে যে-কোনো একটি
‘শিখেই আপনি মোটামুটিভাবে শুরু করতে পারেন। যেমন_
- Web Design
- Web Development
- Mobile Apps Development
- Desktop Software Development
- Graphic Design
- Photo Editing/Clipping Path/Manipulation Ete
- Video Editing
- Seo-Search Engine Optimization
- Data Entry (Article Writing.Virtual Assistant
Center Customer Support Etc) - Cartoon, 3d Animation
- Architecture Design
- Google Adsense (Youtube/Website)
- Cpa Marketing
- Affiliates Marketng
- Digital Marketing
- Dropshipping etc.
এবারে আমরা প্রায় ১৬টি ক্যাটাগরি দেখলাম ।
এবারের ক্যাটাগরিগুলো সামান্য একটু ভিন্ন হয়েছে। কেন বলুন
এবারই সহজ এসব ক্যাটাগরি পূর্বের ক্যাটাগরি থেকে বাছাই
করার পরে বের হয়েছে। সুতরাং আপনার জন্য কাজটি
শেখা আরও সহজ হয়ে গেল।
ঠিক এই কাজগুলো প্রায় ১০-১৫ বছর ধরে মানুষের প্রয়োজন
হয়ে আসছে। তাই অন্যন্য দেশের মানুষ তাদের অর্থ ও সময়
মাধ্যমে আরেক দেশের মানুষের থেকে করিয়ে নেয়। এসকল কাজ
একজন মানুষ মুক্তভাবে করতে পারে বলেই এটিকে ফ্রিল্যালসিং ও
আউটসোর্সিং বলা হয়েছে।
আপনার জন্য এবারের পদক্ষেপ হলো এই ১৬টি ক্যাটাগরি
সম্পর্কে ভালো ধারণা অর্জন করা। তবে আপনি আপনার ভালোলাগার কাজটি নির্বাচন করতে পারবেন এবং আপনার কোন কাজটি
শিখলে ভালো হবে সেটিও বুঝতে পারবেন। আমাদের এসব টিউটোরিয়ালে
সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে, নয়তো এসব পড়ে আপনার বৃথা যাবে । তো চলুন এক এক করে এসব কাজ সম্পর্কে
ধারণা নেওয়া যাক