DIGITAL MARKETING ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং ব্যাপারগুলাে প্রায় একই রকমই । এগুলাে নিয়ে বেশি চিন্তিত হওয়ার কোনাে প্রয়ােজন নেই । উইকিপিডিয়া অনুযায়ী ডিজিটাল মার্কেটেং বলতে ডিজিটাল টেকনােলজি ব্যবহার করে যে সমস্ত মার্কেটিং বা প্রােডাক্টের বিজ্ঞাপন দেওয়া হয় , সেটিকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং । অর্থাৎ মূলত ইন্টারনেট ব্যবহার করে যেসব মার্কেটিং করা হয় , সেগুলােই হলাে ডিজিটাল মার্কেটিং অন্যদিকে মােবাইল অ্যাপস এ ছােট ছােট বিজ্ঞাপন দেখা যায় , মােবাইলে এসএমএস – এর মাধ্যমে বিভিন্ন অফার চলে আসে , বিভিন্ন প্রােডাক্ট – এর বিজ্ঞাপন এসএমএস – এর মাধ্যমে আসে , কল করেও অনেকেই বিজ্ঞাপন দেয় । সুতরাং ডিজিটাল মাধ্যম বা মিডিয়াম ব্যবহার করে যে কোনাে মার্কেটিং করলেই সেটি ডিজিটাল মার্কেটেং – এর আওতায় পড়ে । আর তাই আপনি যদি সিপিএ মার্কেটিং করেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন , প্রকৃতপক্ষে এগুলােও হলাে এক প্রকার ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং ।
আমাদের মধ্য অনেকে আছে যারা ফাইবারে ডিজিটাল মার্কে টিং নিয়ে কাজ করতে চাই।কিন্তু তারা সঠিক গাইডলাইনের অভাবে অভাবে বুঝে উঠতে পারে না কিভাবে তারা কাজ করবে।।প্রথমে বুঝতে হবে ডিজিটাল marketing কি?
এর কাজ কি?
প্রথমে বলা যায় ডিজিটাল মার্কে টিং হলো এমন একটি মাধ্যমে যে মাধ্যমে পন্যর প্রচার বা প্রসার বাড়ানো। আর মধ্যম হলো ফেসবুক টুইটার লিংকেড, ইন্টাগ্রাম ইউটিউব
ইত্যাদি। https://itbogura.com/
আমরা আগে দেখতাম কেউ নতুন কোন দোকান দিলে তার ব্যাবসার প্রচারের জন্য ব্যানার বানানো লাগতো। সেটি আবার বিভিন্ন মোড়ে বা বাজারে লাগানো লাগতো। সেই হিসাবে দেখা যেত অনেক সময় ওটাকা খরচ হতো কিন্তু ডিজিটাল মাধ্যমে সময় ও খরব কমে যাচ্ছে ফলে আর বেশি লোকের কাছে পৌছানো যায় অল্প সময়ে। ঠিক তেমনি বায়ার আপনাকে যখন কোন পন্য্ বা অন্য কিছুর প্রচারের জন্য আপনাকে নিয়োজিত করবে তখন আপনার কাজ হলে সেগুলো বিভিন্ন জায়গায় শেয়ারের করা যদি বিক্রির জন্য বলা হয় তব্র সেটি বাই সেল গ্রুপে পোস্ট করতে হবে
আর সেই পোস্ট করার ফলে বায়ার বিক্রি বেড়ে যাবে আর আপনাকে পেমেন্ট দিয়ে দিবে।আপনারা যারা ডিজিটাল মার্কে টিং নিয়ে কাজ করবেন তারা অবশ্যই ফাইভারের
( https://fivver.com) /কাজ ভাল করে দেখবেন