গ্রাফিক্স ডিজাইন কি? (What is graphics design): গ্রাফিক্স ডিজাইন হলো কোনো বিষয়বস্তু কে সংক্ষিপ্ত লেখা , ফটো, স্টাইলের দারা বোঝানই হলো গ্রফিস্ক ডিজাইন।
বর্তমান দিনে গ্রাফিক্স ডিজাইন দিনের পর দিন বেড়েই চলেছে তাই আপনিও খুব সহজেই নিজের ভবিষ্যত্ কে সুন্দর ভাবে গড়ে তুলতে গ্রাফিক্স ডিজাইন এর চাকরি খুব একটা মন্দ্দ নয়।
গ্রাফিক্স ডিজাইন কোথায় ব্যাবহার করা হয়
আগেকার সময়ে বিজ্ঞাপন দেওয়া হতো রেডিও, খবরের কাগজ এবং টেলিভিশন এর মাধ্যমে।
রেডিওতে বিজ্ঞাপন দেওয়ার জন্য কোনরকম গ্রাফিক্স ডিজাইন এর দরকার হতই না। শুধুমাত্র ভয়েস আর্টিস্ট এর দ্বারাই বিজ্ঞাপন সম্পূর্ণ হতো।
খবরের কাগজ এবং টেলিভিশন এও খুবই কম গ্রাফিক্স ডিজাইন এর বিজ্ঞাপন দেখানো হতো।কিন্তুু বর্তমানে ছোটো বড়ো সবই কোম্পানি ডিজিটাল মার্কেটিং এর দিকে ঝুঁকছে। আর ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ছাড়া অসম্পূর্ণ প্রায়।